উদ্বোধনের আগেই ধসে পড়েছে সেতু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:১৮ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২


উদ্বোধনের আগেই ধসে পড়েছে সেতু
ধসে পড়েছে সেতুটি- ছবি: এনডিটিভি

উদ্বোধনের আগেই ধসে পড়েছে ভারতের বিহার রাজ্যের নবনির্মিত সেতু। তবে এখনও চলাচলের জন্য উন্মুক্ত না হওয়ায় দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।


জানা গেছে, গতকাল রবিবার রাজ্যের বেগুসরাই জেলায় গঙ্গার শাখা নদী বুড়ি গন্দকের ওপর নির্মিত সেতুর ২ থেকে ৩ নম্বর পিলারের মাঝের অংশটি ধসে পড়ে।


এদিকে ১৩ কোটি রুপি ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ২০৬ মিটার। সম্প্রতি সেতুটিতে ফাটল দেখতে পান স্থানীয়রা। এরপর রবিবারের ঘটনাটি ঘটল।


স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সময় সেতুটিতে কেউ ছিলেন না। সেজন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।