পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২২
পাকিস্তানে ওয়াজিরিস্তান জেলার মিরামশাহ এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক সেনাসহ দুই বেসামরিক নাগরিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পাকিস্তান সেনাবিহীনর মিডিয়া শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা জানিয়েছে।
দেশটির পুলিশ জানায়, 'রিকশা দিয়ে নিরাপত্তা বাহিনীড় একটি গাড়িতে ধাক্কা দেয় হামলাকারী। এর পরই বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল নিরাপত্রা চাদরে ঘিরে ফেলা হয়'
এ হামলার ঘটনায় সমাবেদনা ও নিন্দা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, 'সন্ত্রসীরা কখনই তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারবে না।'
জেবি/এসবি