বিনামূল্যে ২৭ লাখ কৃষককে সার-বীজ দেবে সরকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২২
বিনামূল্যে ২০ লাখ কৃষককে সার-বীজ দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হাইব্রিড ধানের উৎপাদন বাড়াতে প্রায় ৮২ কোটি টাকার প্রণোদনার আওতায় বিনামূল্যে ১৫ লাখ কৃষকের প্রত্যককে ২ কেজি ধরে বীজধান দেওয়া হচ্ছে।
এছাড়া উচ্চফলশীল জাতের উৎপাদন বাড়াতে ১২ লাখ কৃষককে সার ও বীজ দেওয়া হচ্ছে। এতে ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।
একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সারা নিনামূল্যে পাচ্ছে।
জেবি/এসবি