বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ

বাংলদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ। ফুটবলে অভাবনীয় সমর্থনের জন্য এ ধন্যবাদ জানান তিনি। 


মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে সামাজিকমাধ্যমে টুইট বার্তা দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ।


আর্জেন্টিনার প্রেসিডেন্ট আর দেশের ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা এবং করমর্দের চিহ্নসহ টুইট বার্তায় লেখে, 'ধন্যবাদ শেখ হাসিনা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে।


গত কয়েক সপ্তাহে যে মইলন আর পারস্প্রিক স্নেহ দেখলাম তা ব্যাখ্যা করার মতো ন, আজ এখানে দুইটি পতাকাও জ্বলছে। চলুন এই বন্ধনকে গভীর করি।'


জেবি/এসবি