ভারতে শিক্ষাসফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬:০০ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২
ভারতের মণিপুরে শিক্ষাসফরে যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার (২১ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে,বুধবার সকালে মণিপুরের নণে জেলায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘনা প্রসঙ্গে নোনে জেলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য নেই, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের কয়েকজনকে ইম্ফলের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
জেবি/এসবি