আমিরাতে পাসপোর্টমুক্ত ভ্রমণের ট্রায়াল শুরু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


আমিরাতে পাসপোর্টমুক্ত ভ্রমণের ট্রায়াল শুরু
আমিরাতে পাসপোর্টমুক্ত ভ্রমণের ট্রায়াল

সংযুক্ত আরব আমিরাত এবার বিমানবন্দরে পাসপোর্টের পরিবর্তে বায়োমেট্রিক্স প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে।


দেশটির রাজধানীর আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ট্রায়াল শুরু হয়েছে। বায়োমেট্রিক ফেস-স্ক্যানিং প্রযুক্তি মানে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করার জন্য আপনাকে পাসপোর্ট দেখাতে হবে না।


সংবাদমাধ্যমকে অ্যারাবিয়ান বিজনেস'র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিভিত্তিক প্রযুক্তি কোম্পানী নেক্সট৫০-এর অধীনে গৃহীত এই প্রকল্পের উদ্দেশ্য হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরে চেক-ইন দ্রুততর করা এবং পাসপোর্টের প্রয়োজনীয় দূর করা।


প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে অপ্রযোজনীয় যোগাযোগ এড়াতে পারবেন এবং তাদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুবিধাজনক, সহজতর এবং স্বাস্থ্যকর হবে। এছাড়াও যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে এবং তাদের লম্বা সারি তৈরি হবে না।


জেবি/এসবি