কনকনে শীতে পানি ছাড়াই গোসল করে ভাইরাল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২২


কনকনে শীতে পানি ছাড়াই গোসল করে ভাইরাল
পানি ছাড়াই গোসল

শীতকালে গোসল করা বড় ধরণের বিড়ম্বনা। সম্প্রতি তারই প্রমাণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 


ভাইরাল হওয়া যাচ্ছে, একটি চৌবাচ্চার সামনে গোসল করার প্রস্তুতি নিচ্ছেন যুবক। প্রথম একটি পাত্রে জল ভরলেন। কিন্ত যখনই গায়ে ঢালতে যাবেন তখনই শিহরন! 


ঠান্ডা পানির স্পর্শে দৃশ্যতই হাড়হিম দশা তার। কিন্তু তাই বলে গোসল তো বন্ধ থাকতে পারে না। অত:পর যুবক সিদ্ধান্ত নিলেন, পানি ছাড়াই গোসল করবেন। যেমন ভাবা তেমন কাজ। 


আরও দেখা গেছে, ওই যুবক চৌবাচ্চায় বালতি ডোবাচ্ছেন, অথচ পানি তুলছেন না। পানি না তুললেও ঠিক পানি ঢালার ভঙ্গিতে গোসল করার অভিনয় করে যাচ্ছেন। শুধু পানি ছাড়াই শেষ নয়, রীতিমতো সাবান-শ্যাম্পু মেখে বায়বীয় গোসল করতে দেখা গিয়েছে যুবককে। 


গোসল শেষে একটি তোয়ালে নিয়ে গা মুছে ফিরে গিয়েছেন তিনি। অনেক নেটজনতা হাসিতে ফেটে পড়েছেন ভিডিও দেখে। 


তবে, সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওটি কোথাকার, তা অবশ্য জানা যায়নি।


জেবি/এসবি