বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখাপড়া বন্ধের ঘোষণায় নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৫০ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২২
আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বন্ধের ঘোষণায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ৬৬টি নারী, মানবাধিকার কমিটি।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আমরা বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমে দেখতে পাচ্ছি, আফগানিস্তানে তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখাপড়া বন্ধের ঘোষণা দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে। আফগানিস্তানের শিক্ষাখাতে ব্যাপক প্রভাব পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কারা নারীদের পড়াতে পারবেন আর কারা পড়াতে পারবেন না তাও নির্ধারণ করে দেয় তালেবান সরকার।