যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২২
মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া দেশটির প্রায় ২০ কোটি মানুষ জীবন বিপর্যয়ে মুখে পড়েছে।
এর মধ্যে বিদ্যুৎ ও পানির সরবরাহ সেবা থেকে বঞ্চিত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। এসময় হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) এ তথ্য জানায়।
বলা হয়েছে, তুষারঝড়টির তার ব্যাপ্তি ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাস থেকে সর্বউত্তরাঞ্চলীয় রাজ্য মাইন পর্যন্ত, অর্থাৎ ৩ হাজার ২০০ কিলোমিটারেরও বেশি।
এ ঝড়কে 'যক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ প্রাকৃতিক দুর্যোগ' বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে এনডিব্লিউএস।
জেবি/এসবি