রাশিয়ায় বৃদ্ধ নিবাসে ভয়াবহ আগুন, নিহত ২০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২


রাশিয়ায় বৃদ্ধ নিবাসে ভয়াবহ আগুন, নিহত ২০
বৃদ্ধাশ্রমে আগুন

রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরোভো শহরের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয় জন। রাশিয়ার কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। 


জানা গেছে, রাতে লাগা ওই আগুনে দুই তলা কাঠের তৈরি ভবনের ওপরের তলা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে ঘর গরম করার ত্রুটিপূর্ণ বয়লারকে দায়ী করা হচ্ছে।


বার্তা সংস্থা তাসের বপ্রাত দিয়ে রাশিয়ার কর্মকর্তা জানিয়েছেন, ব্যক্তিগত বাড়িতে বৃদ্ধদের জন্য নির্মিত ওই পরিচর্যা কেন্দ্রটি অবৈধভাবে পরচালিত হচ্ছিল। কয়েক ডজন অগ্নিনির্বাপনণ কর্মি রাতে আগুন নেভানোর কাজ কাজ করে শনিবার (২৪ ডিসেম্বর) তা নিয়ন্ত্রণে আনে।


এলাকার গভর্নর জানিয়েছে, এ ধরনের পরিচর্যা কেন্দ্রে পরিদর্শন জোরদার করা হবে।  ভবনটিতে আগুন লাগার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।


জেবি/এসবি