ভারতে হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে: রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন, বিজেপি সরকার ধর্মীয় মতবিরোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে।
শনিবার (২৪ ডিসেম্বর) ভারতের ঐতিহাসিক লাল কেল্লায় দেওয়া বক্তৃতায় তিনি এই অভিযোগ করেন।
রাহুল বলেন, দেশের মূল সমস্যাগুলো থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য ২৪ ঘণ্টাই হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আমি ২ হাজার ৮০০ কিলোমিটার হেঁটেছি। কিন্তু কোনও ঘৃণা দেখিনি। আমি টিভি চালু করলেই সহিংসতা দেখতে পাই।’‘গণমাধ্যম আমাদের বন্ধু। কিন্তু আমরা যা বলি বাস্তবে তা কখনোই দেখায় না। কারণ পেছনের মঞ্চ থেকে আদেশ আসে...। তবে এই দেশ ঐক্যবদ্ধ। এই দেশের প্রত্যেকে মিলেমিশে থাকতে চায়।’