যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল আরও ২৭০০ ফ্লাইট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:২২ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২
শীতকালীন শক্তিশালী ঝড়ের কারণে আরও ২৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।
রবিবার (২৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছ।
দেশটির ফ্লাইট ট্র্যাকিং ওয়েভসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেতরে বা বাইরে ফ্লাইট বিলম্ব হয়েছে প্রায় ৬ হাজার ২০০টি। একইসময়ে মধ্যে প্রায় ২ হাজার ৭০০টি মার্কিন ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো।
শনিবার বিকাল পর্যন্ত বাতিল হাওয়া ওয়েভসাইট এয়ারলাইন্সের ৭৫০ টিরও এবং ডেল্টা এয়ারলাইন্সের প্রায় ৫০০টি ফ্লাইট রয়েছে।
জেবি/এসবি