যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত বেড়ে ৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:৫৩ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২
শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটির ৯ রাজ্যে অন্তত ৩৪ জনের প্রাণহানি হয়েছে।
নিহতদের মধ্যে কলেরাডোতে ৪ জন, নিউ ইয়র্কে ১২। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবারের ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিক্ষগ্র হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর। এতে ওই শহরটিকে ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছেন, বাফেলোতে তুষারঝড়ে গাড়ির ভেতরে আটকা পড়ে কয়েকজন মারা গেছেন। এবং তুষার আবৃত রাস্তা থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে কয়কজনকে। বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস এবং কলোরাডোতে ঠান্ডা ও ঝড়ে মানুষ মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।
জেবি/এসবি