‘পাকিস্তানে হোটেলে হামলার শঙ্কা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৫ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২
পাকিস্তানের ইসলামাবাদে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির একটি হোটেলে মার্কিনিদের ওপর হামলা হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে পর উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান সরকার।
মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার তথ্য পেয়েছে যে, অজ্ঞাত ব্যক্তিরা ছুটির সময় ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর হামলার পরিকল্পনা করছে।
বড় দিনের ছুটিতে পাকিস্তানে থাকা মার্কিন স্টাফদের জনপ্রিয় অথবা তারকামানের হোটেলগুলোয় যেতে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ছুটিতে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে সব কর্মীদের প্রতি আহ্বান জানায় মার্কিন মিশন।
সূত্র: আল জাজিরা