রোনালদো রাজনীতির শিকার: এরদোয়ান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৪০ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২


রোনালদো রাজনীতির শিকার: এরদোয়ান
রজব তাইয়্যেব এরদোয়ান-ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।


রবিবার (২৫ ডিসেম্বর) এ অভিযোগ করেন তিনি। সোমবার (২৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


তুরস্কের প্রেসিডেন্ট বলেন,'ওরা রোনালদোকে কাজে লাগায়নি। দুর্ভাগ্যবশত, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, 'এটি তার মনস্তত্ত্বকে নষ্ট করেছে এবং তার তেজোদীপ্ততা কেড়ে নিয়েছে। রোনালদো এমন একজন ব্যক্তি যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন।'


জেবি/এসবি