সড়ক দুর্ঘটনায় নরেন্দ্র মোদির ভাই আহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৪১ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২


সড়ক দুর্ঘটনায় নরেন্দ্র মোদির ভাই আহত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভারতের কর্ণাটকে এ দুর্ঘটনাটি ঘটে।


স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, প্রহ্লাদ মোদি স্ত্রী-ছেলে, পুত্রবধূ ও নাতিকে নিয়ে একটি গাড়িতে করে বান্দিপুরার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রহ্লাদ মোদিসহ গাড়িতে থাকা পাঁচ ব্যক্তি আহত হন।


দুর্ঘটনায় প্রহ্লাদ মোদির নাতির পায়ের হাড় ভেঙে গেছে। তাদের মাইসরুর জেএস হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।