ক্ষমা পেলেন দ. কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি লি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৩০ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২


ক্ষমা পেলেন দ. কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি লি
লি মিয়াং-বাক

প্রেসিডেন্টশিয়াল ক্ষমা পেয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়াং-বাক। তাকে দুর্নীতি মামলার ১৭ বছরের সাজা থেকে মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির আইন ও বিচার বিষয়কমন্ত্রী।


 লি মিয়াং-বাক ছাড়াও এই ক্ষমা পেয়েছেন আরও ১৩ শ’র বেশি মানুষ।


এর আগে বয়স বিবেচনায় চলতি বছরের জুন মাসেই কারামুক্তি দেওয়া হয়েছিল তাকে। তিনি ঘুষ গ্রহণ ও অর্থ আত্মসাৎ মামলায় ১৭ বছরের কারাভোগ করছিলেন। সেই হিসেবে ২০৩৬ সালে কারামুক্তি পাওয়ার কথা ছিল তার। তখন তার বয়স হবে ৯৫ বছর।


রাষ্ট্রপতি  লি’র বিরুদ্ধে আনা ১৬ অভিযোগে ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২০২০ সালে তাকে কারাদণ্ড দেয় আদালত। 


জেবি/এসবি