ঘন কুয়াশায় ভারতে ১০০ ফ্লাইট বিঘ্নিত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২


ঘন কুয়াশায় ভারতে ১০০ ফ্লাইট বিঘ্নিত
১০০ ফ্লাইট বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লিতে ১০০ -এর মতো ফ্লাইট ঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


বুধবার (২৮ ডিসেম্বর) দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ দিন ধরে চলা খারাপ আবহাওয়ার কারণে শতাধিক ফ্লাইট দিল্লি থেকে দেরিতে ছেড়ে গেছে।


কুয়াশার কারণে দূরের জিনিস দেখতে না পাওয়ায় বুধবারও বিমান চলাচল ব্যাহত হয়েছে। এমনকি দিল্লির ট্রেন চলাচল শিডিউলো বিপর্যয় ঘটেছে কুয়াশার কারণে।


এ কারণে দিল্লি আন্তর্জাতিক মানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানের খোঁজ খবর নিয়ে ঘর থেকে বের হাওয়া পরামরশ দিয়েছে।


জেবি/এসবি