থার্টিফার্স্টে মাতাল চালকদের ধরতে ১৮ হাজার পুলিশ মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:১৮ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩
ভারতের রাজধানী নয়াদিল্লিতে থার্টিফার্স্টে মাতাল গাড়ি চালকদের ধরতে ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দিল্লি পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপেন্দ্র জানান, নববর্ষের রাতে মাতাল ও বেপরোয়া গাড়িচালনার কারণে সড়ক দুর্ঘটনা রোধ ও নারীদের নিরাপত্তা— এ দু’টি ব্যাপারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দিল্লি পুলিশ। এ কারণে এই ১৮ হাজার পুলিশ সদস্যের মধ্যে আড়াই হাজারেরও বেশি নারী পুলিশ সদস্য ও কর্মকর্তা রাখা হয়েছে।
তিনি বলেন, ‘নয়াদিল্লির ১২৫টিরও বেশি স্পট আমরা চিহ্নিত করেছি। থার্টিফার্স্টের রাতে মদ্যপান করে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা এই স্পটগুলোতে বেশি। এসব স্পটে রাত ৮টা বাজার পরই তৎপরতা শুরু করবেন পুলিশ সদস্যরা।’
সংবাদ সম্মেলনে দীপেন্দ্র পাঠক বলেন, ‘থার্টিফার্স্ট উদযাপন ঘিরে যাবতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দিল্লি পুলিশ প্রস্তুত।