হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ইংলিশ উইং এর যাত্রা শুরু


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৭ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩


হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ইংলিশ উইং এর যাত্রা শুরু
ইংলিশ উইং এর সদস্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিতর্ক চর্চার একমাত্র সংগঠন ডিবেটিং সোসাইটি (এইচএসটিইউডিএস) মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলার লক্ষ্যে ইংলিশ উইং এর যাত্রা শুরু করেছে।


রবিবার (১ জানুয়ারি) রাত ১১ টায় এইচএসটিইউ ডিএস এর অফিসিয়াল ফেইসবুক পেইজে ছায়া সংগঠন হিসেবে আগামী ১ বছরের জন্য ইংলিশ উইং এর যাত্রা শুরুর ঘোষণা করা হয়।


ইংলিশ উইং এর নেতৃত্বে থাকবেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক। ইংলিশ উইং এর সমন্বয়ক হিসেবে মোঃ ইমু রহমান (২০১৯), সদস্য সচিব হিসেবে  মোঃ শাকিল হাসান (২০২০) ও ইভেন্ট এন্ড ওয়ার্কশপ সেক্রেটারি হিসেবে ফারজানা ফাইজা মুস্তারি(২০২০) এর কার্যক্রম গুলো পরিচালনা করবেন। এছাড়াও উইং মেম্বার হিসেবে রয়েছেন মেহেদি হাসান জেনিস(২০১৯), খাইরুন্নেসা তাকিয়া (২০২০), সাফিয়াল মুনতাসীর সাদী (২০২০) ও নওশিন তাসনিম নিশাত (২০২০)।


ইংলিশ উইং বিষয়ে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি আশরাফুল ইসলাম রনি বলেন, ইংরেজী বিতর্ক চর্চা ও বাস্তব জীবনে এর প্রয়োগকে লক্ষ্য হিসেবে ধরে যাত্রা শুরু করলো ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর "English Wing"। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ইংরেজীতে নিয়মিত কর্মশালা, বিতর্ক চর্চা ও বিতার্কিকদের যুক্তিবাদী মানুষ হিসিবে যুগের সাথে তাল মিলিয়ে চলার নিমিত্তে ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর এ প্রয়াস। আশা রাখি এর মাধ্যমে পাবলিক স্পিকিং, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট সহ বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিতর্কিকরা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশ জুড়ে বিতর্ক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হবে।


আরএক্স/