স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৩


স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে মাহফুজা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।


সোমবার (১৬ জানুয়ারি) ভোরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত নিশির দুলাভাই আতিকুর বলেন, বছরখানেক আগে তার বিয়ে হয়। কিন্তু বিয়ে হলেও তাকে এখনো স্বামীর বাড়ি তুলে নেয়নি। সে মা-বাবার সাথেই থাকত। তার স্বামী এক বছর পার হলেও তুলে না নেওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তার স্বামী জাহাঙ্গীর আলম জুয়েল একটি ফ্যাশন হাউজ কোম্পানিতে চাকরি করেন।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।