এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বিশেষ সুবিধা’ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৪ পিএম, ৩০শে জুলাই ২০২৫


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ‘বিশেষ সুবিধা’ ঘোষণা
ফাইল ছবি।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার (৩০ জুলাই) নতুন এই  এ নির্দেশনা জারি করা হয়। পরে তা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে।


এতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদরাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। 


অন্যদিকে, গ্রেড-১০ বা তদনিম্ন গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১৫ শতাংশ হারে (কমপক্ষে ১,৫০০ টাকা) বিশেষ সুবিধা ভোগ করবেন। এ সুবিধাও কার্যকর হবে ১ জুলাই ২০২৫ থেকে।


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নির্ধারিত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন বলে অবহিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


এসডি/