গাজীপুরে আসন বাড়ছে, কমবে বাগেরহাটে: ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৯ পিএম, ৩০শে জুলাই ২০২৫

ভোটারের সংখ্যা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের আসনের সীমানা পুনঃনির্ধারণে বড় পরিবর্তন আসছে। এতে গাজীপুর জেলায় একটি আসন বাড়ানো হচ্ছে এবং বাগেরহাট জেলায় একটি আসন কমানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার (৩০ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মো. আনোয়ারুল ইসলাম, সবচেয়ে বেশি ভোটার যেখানে, সেখানে একটি আসন বাড়ানোর এবং সবচেয়ে কম ভোটার যেখানে, সেখান থেকে একটি আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি।
তিনি বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।
এসডি/