১০২ এসিল্যান্ড প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ৩০শে জুলাই ২০২৫

দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালনরত সহকারী কমিশনার (ভূমি) যারা সাধারণভাবে এসিল্যান্ড নামে পরিচিত। এমন ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৮টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গাজীপুরে আসন বাড়ছে, কমবে বাগেরহাটে: ইসি
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের নিম্নবর্ণিত সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসডি/