ইবি শারীরিক শিক্ষা বিভাগে খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৩


ইবি শারীরিক শিক্ষা বিভাগে খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ইসলামি বিশ্ববিদ্যালয়

ইসলামি বিশ্ববিদ্যালয়ের(ইবি) শারীরিক শিক্ষা বিভাগে  ২০২১-২০২২  শিক্ষাবর্ষের খেলোয়াড় কোটায় ভর্তির নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


সোমবার (১৬ জানুয়ারি) শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ও খেলোয়াড় ভর্তি উপকমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ সোহেলের সই সংবলিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে,  ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় কোটায় ভর্তির নিমিত্তে শিক্ষাবর্ষ: ২০২১-২০২২ এ আবেদনকারী ছাত্র-ছাত্রীদের যারা গুচ্ছ পদ্ধতিতে লিখিত ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেয়েছে তারা সুযোগ পাবেন।


এ সূত্রে আরো জানা যায়, তাদের মধ্যে যারা বিকেএসপি ও জাতীয় দল অথবা যেকোন বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে খেলায় প্রতিনিধিত্ব করেছে তারা সুযোগ পাবে। যাদের প্রমানপত্র রয়েছে তাদেরকে ১৫  জানুয়ারি হতে ২৫ জানুয়ারি তারিখ পর্যন্ত সংশ্লিষ্ঠ সকল প্রকার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদন শারীরিক শিক্ষা বিভাগের অফিস কক্ষে অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে।