রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ এএম, ১৮ই জানুয়ারী ২০২৩


রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর রামপুরায় স্বামীর সঙ্গে অভিমান করে মৌরানি সরকার (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


রামপুরা থানার এসআই সোনিয়া পারভীন বলেন, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে ঝগড়া করে সে আত্মহত্যা করে।