প্রকল্পের সময় ও ব্যয় কমাতে হবে: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৮ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩


প্রকল্পের সময় ও ব্যয় কমাতে হবে: শেখ হাসিনা
একনেকের বৈঠকে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করতে হবে ও ব্যয় কমাতে হবে। তিনি বলেন, দ্রুত কাজ করেন। খরচ কম করেন। তবে খরচ বন্ধ করা যাবে না।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেকের বৈঠকে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পের কাজ দ্রুত করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলেছেন, কাজের মান বাড়ান এবং খরচ কমান। কিন্তু খরচ বন্ধ করবেন না। এছাড়া উৎপাদন বাড়াতে হবে। 


পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশের অর্থনীতি খুব খারাপ নয়। এক্ষেত্রে রিজার্ভ গত ১১ জানুয়ারি পর্যন্ত ৩২ বিলিয়ন ডলার ছিল। সেটি স্থিতিশীল আছে।


তিনি বলেন, রপ্তানি থেকে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এসেছে ২৭ দশমিক ৩১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২৪ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। ফলে রপ্তানি আয় বেড়েছে ২ বিলিয়ন ডলার।