আরেক দফা বেড়েছে গ্যাসের দাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩
আরেক দফা বাড়ানো হয়েছে শিল্পখাতে গ্যাসের দাম। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ই জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভর্তুকি সমন্বয়ে গ্যাসের এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মাস থেকে শিল্পখাতে বাড়ছে গ্যাসের দাম। ক্যাপটিতে ইউনিট প্রতি ১৬ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে। শিল্পখাতে সব শ্রেনীর জন্য একই দাম, প্রতি ইউনিট ৩০ টাকা। তবে সিএনজি ও আবাসিকে থাকছে আগের দর বলে উল্লেখ করা হয়েছে।