প্রস্তুত ইজতেমা ময়দান, আনুষ্ঠানিকতা শুরু আগামীকাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩২ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩
টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের ইজতেমার প্রস্তুতি শেষ। এদিকে বুধবার (১৮ জানুয়ারি) ভোর থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর থেকে নিজামউদ্দিন অনুসারিদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব।
সরেজমিনে দেখা গেছে, মুসল্লিরা মালামালের ব্যাগ, বস্তা, লাগেজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিয়েছেন। হেঁটে, ট্রাকে, পিকআপে যে যেভাবে পেরেছেন, ইজতেমাস্থলে পৌঁছেছেন।
সাদপন্থি তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, সমস্ত জেলা থেকে ৮৫ খিত্তার নজমের জামাত গতকাল ফজরের পরে ময়দানে চলে আসাছেন। প্রতি খিত্তার জামাত ও সেন্ট্রাল জামাতসহ দুই জামাতের প্রায় ২০ হাজার সাথি ময়দানে অবস্থান করছেন। তাদের নিয়ে সকাল থেকে ময়দানের বিভিন্ন বিষয় নিয়ে বয়ান হয়েছে। এশার জামাজের পরে আমাদের নিজামউদ্দিনের হযরতরা মাসহারায় বসবেন।
তিনি আরও জানান, আফগানিস্তানে জিম্মাদার খান জাহানের ও পাকিস্তানের জিম্মাদার হারুন ভাইসহ জামাত ময়দানে আসছেন।