ইজতেমার দ্বিতীয় পর্ব

যানজটে স্থবির সড়ক, সাধারণ মানুষের ভোগান্তি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৩


যানজটে স্থবির সড়ক, সাধারণ মানুষের ভোগান্তি
যানজটে স্থবির সড়ক

টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর সড়কে সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোর থেকে সড়কগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। 


এদিকে আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর কারণে এই পথে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।


ঢাকা-ময়মনসিংহ সড়কে রাজধানীর খিলক্ষেত থেকে বিমানবন্দরগামী লেনে যানজটে অনেক গাড়ি আটকে আছে। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।


অনাবিল পরিবহনের বাস চালক আজগর আলী বলেন, ইজতেমাকে কেন্দ্র করে যাত্রীদের চাপ যাচ্ছে আজ।


ডিএমপির ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে বহু মানুষ টঙ্গীর উদ্দেশে আসায় ভোর থেকে সড়কে এর প্রভাব পড়তে শুরু করেছে।


উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, গতকাল থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়।