১ কোটি ১০ লাখ লিটার তেল কিনবে সরকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩
টিসিবির জন্য ২০০ কোটি ২০ লাখ টাকার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে প্রতি লিটার সয়াবিন তেল সরকার ১৮২ টাকা দরে কিনছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার এক বৈঠকে অনুমোদন দেয় সরকার।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর মন্ত্রিসভা কমিটির সভায় দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার বিষয় চূড়ান্ত হয়। সেখানে খরচ হয় ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা।
এদিকে ফ্যামিলি কার্ডের আওতায় একজন ক্রেতা এক দফায় দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। সেক্ষেত্রে ক্রেতাকে লিটার প্রতি গুনতে হচ্ছে ১১০ টাকা। অর্থাৎ লিটার প্রতি সরকারের ভর্তুকি ৭২ টাকা।
জানা গেছে, অনুমোদন পাওয়া এক কোটি ১০ লাখ লিটার তেলে সরকারকে ভর্তুকি দিতে হবে ৭৯ কোটি ২০ লাখ টাকা।