একদিন আগেই শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩২ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩


একদিন আগেই শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

নির্ধারিত সময়ের একদিন আগেই আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিয়েছে মাওলানা সাদ অনুসারী কয়েক লাখ মুসল্লি।


বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।  


ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, আগামীকাল ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগেই বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 


ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। ভোগান্তি এড়াতে মুসল্লিরা আগে থেকেই অবস্থান নেয় ময়দানে।  


ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা মাওলানা সাদ অনুসারীদের রিসিভ করতে বিমানবন্দরে রয়েছে দ্বিতীয় পর্বের আয়োজক সদস্যরা।  


এদিকে আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।