ষোড়শ জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩০ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩


ষোড়শ জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন
ষোড়শ জাতীয় পিঠা উৎসব

জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে একাডেমি প্রাঙ্গনে উদ্বোধন হলো ষোড়শ জাতীয় পিঠা উৎসব-১৪২৯। 


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)  বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবের প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি। 


জানা গেছে, ১৯ থেকে ২৮ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠার পসরা সাজিয়ে বসবেন বিভিন্ন স্টলগুলো। দশদিনব্যাপী এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীগণ নান্দনিক পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রয় করবেন। উৎসবে ৫০টির অধিক স্টলে পিঠার পসরা সাজানো হয়েছে। একাডেমির উন্মুক্ত মঞ্চে মেলার প্রতিদিনই চলবে সাংস্কৃতিক পরিবেশনা।  


অনুষ্ঠানে বিশেষ অতিথি মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক উপস্থিত ছিলেন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হমিদ।


স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম ।


জেবি/এসবি