‘সাবেক সাংসদদের পেনশন দেওয়ার পরিকল্পনা নেই’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৩ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৩


‘সাবেক সাংসদদের পেনশন দেওয়ার পরিকল্পনা নেই’
‘সাবেক সাংসদদের পেনশন দেওয়ার পরিকল্পনা নেই’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সাবেক সংসদ সদস্যদের জন্য পেনশন সুবিধা চালুর কোনো পরিকল্পনা এখন সরকারের নেই।


বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধায় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের লিখিত উত্তরে এ কথা বলেন তিনি।


আ ক ম মোজাম্মেল হক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করার কোনো পরিকল্পনা বর্তমানে সরকারের নেই। 


তিনি আরও বলেন, ভবিষ্যতে সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ ভাতা ও পেনশন সুবিধা চালু করা যায় কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।