বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে প্রাণ গেল ৫ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৩
গাজীপুরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এ পর্বে এ পর্যন্ত ৫ মুসল্লি মৃত্যু বরণ করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮)।
এছাড়া আব্দুল হামিদ মণ্ডল (৫৫) গাইবান্ধার মৃত শুকর মণ্ডল ছেলে, অন্যজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ৩টায় বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলামের (৭৫) মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
তিনি বলেন, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৫ জন মুসল্লির মৃত্যু হলো। তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে।
জেবি/এসবি