‘দাবির মুখে বিচারক বদলি করা হবে না’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪০ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। যারা নির্দোষ তাদের ভয়ের কোনো কারণ নেই। কারও দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না।
শনিবার (২১ জানুয়ারি) বিচার প্রশিক্ষণ ইউনিস্টিউটে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ বিচারকের হাতে কলম থাকে। এটা আইনজীবীদের মাথায় রাখতে হবে।
তিনি বলেন, আমার বড় পরিচয় আমি একজন আইনজীবী। আমি মনে করি, একজন বিচারকের প্রতি সম্মান এটা স্বাভাবিকভাবে আসা উচিত।
তিনি বিচারকদের উদ্দেশে বলেন, সমস্যা সমাধানে বিচারকদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। তাহলে সমস্যা কমে আসবে।
প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনো গুজবে কান দেবেন না।