ওমরাহ পালন করেছেন তথ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১১ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩


ওমরাহ পালন করেছেন তথ্যমন্ত্রী
ড. হাছান মাহমুদ স্ত্রী ও ছেলেসহ ওমরাহ পালন করেছেন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ স্ত্রী ও ছেলেসহ ওমরাহ পালন করেছেন। ড. হাছান মাহমুদের নামে পরিচালিত একটি ফেসবুক পেজে মন্ত্রীর ওমরাহ পালনের বিষয়ে একটি পোস্ট করা হয়।


ওই পোস্টে লেখা হয়, আলহামদুলিল্লাহ, স্ত্রী ও ছেলেসহ ওমরাহ পালন করেছি। কয়েক ঘণ্টা আগে আমরা মদিনা ছেড়েছি। পবিত্র মক্কা ও মদিনায় যেসব বাংলাদেশি আমাদের সঙ্গে ছিলেন তাদের ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা সত্যিই অতুলনীয়। বাংলাদেশি প্রবাসীদের জন্য শুভ কামনা।


এই পোস্টে ছেলের সঙ্গে তথ্যমন্ত্রীর তিনটি ছবি শেয়ার করা হয়। একটি ছবিতে দেখা যায়, পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন তথ্যমন্ত্রী ও তার ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ। তিনি বলেন, তথ্যমন্ত্রী সপরিবারে সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন।