পদোন্নতি পেলেন ৮২ পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৭ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
পুলিশের ৫১ জন উপ-পরিদর্শক ও ২১ জন উপ-পরিদর্শক পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া ১০ পুলিশ সার্জেন্টকে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার (২১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এ পদোন্নতির তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।