মশা নিয়ন্ত্রণে ভুল পদ্ধতি ব্যবহার করেছি: মেয়র আতিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৪ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
আমরা এত দিন মশা নিয়ন্ত্রণে ভুল পদ্ধতি ব্যবহার করেছি। তাতে মশা তো ধ্বংস হয়নি বরং অর্থের অপচয় হয়েছে। তাই মশার প্রজাতি চিহ্নিত করতে ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি শহরে সফরত ডিএনসিসি মেয়র সেখানে এক কর্মশালায় এসব কথা বলেন।
শনিবার (২১ জানুয়ারি) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে সংবাদমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, মিয়ামি থেকে যে জ্ঞান অর্জন করেছি, ঢাকায় ফিরে তার সফল বাস্তবায়ন করা হবে। যে কোনো মূল্যে আমরা ডিএনসিসিকে মশামুক্ত রাখব।
তিনি বলেন, প্রয়োজনে কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ করে তাদের ল্যাবেই মশার জীবন প্রকৃতি নির্ণয়ে কাজ করা হবে। আর ফগিংয়ে অর্থ অপচয় না করে লার্বিসাইডিংয়ে মনোযোগী হব আমরা। কেননা আমরা দেখেছি মিয়ামি আর ঢাকার আবহাওয়া এবং মশার ধরন একই। ৃ