রাজধানীতে র‍্যাব পরিচয়ে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১২ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩


রাজধানীতে র‍্যাব পরিচয়ে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৩
রাজধানীতে র‍্যাব পরিচয়ে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৩

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপড়ে গাড়ির গতিরোধ করে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


গ্রেফতারকৃতরা হলেন- মো. মুমিনুল, তার গাড়িচালক ও এক আত্মীয়। তাদের মধ্যে একজন নিজেকে র‍্যাব পরিচয় দিয়েছেন।


বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, র‍্যাব সদস্য পরিচয়ে শুক্রবার দিববাগত রাতে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টায় একটি মামলা হয়েছে। মামলার বাদী শহিদুল ইসলাম এ ঘটনার ভুক্তভোগী। 


তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। তার এই পরিচয় আমরা যাচাই-বাছাই করে দেখছি। এ ঘটনায় গ্রেফতার বাকি দুইজনের মধ্যে একজন গাড়িচালক ও অপরজন মুমিনুলের আত্মীয়।


তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।