রাজধানীতে সাংবাদিকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৯ এএম, ২২শে জানুয়ারী ২০২৩

পল্লবীতে নিজ বাসা থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পল্লবী থানার এডিসি নাজমুল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তিনি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় নিউজ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি বলেন, দরজা ভেতর থেকে বন্ধ ছিলো, খুন মনে হচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।