ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩


ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়
বিশ্ব ইজতেমা

গাজীপুরে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার  আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রবিবার (২২ জানুয়ারি)। এদিন দুপুর ১২টার দিকে শেষ ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।


দ্বিতীয় পর্বের মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।  


বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম।  


গণমাধ্যমকে তিনি জানান, শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর হিন্দিতে বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফুল। এরপর সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতের বয়ান শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। 


তিনি আরও জানান, ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরে কিভাবে আমল করবেন, তাদের কাজ কি এসব বিষয়ে তিনি হেদায়েতের বয়ান করছেন। হেদায়েতের বয়ান শেষেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।


জেবি/এসবি