‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর তুরাগ তীর
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন লাখো মানুষ। লাখ লাখ মানুষের পদচারণায় গোটা এলাকা যখন মুখর ঠিক ১২টা ১৫ মিনিটে মাইকে ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি শোনার পর মুহূর্তের মধ্যেই সেখানে নেমে আসে নীরবতা।
তুরাগ তীর থেকে শুরু করে আশপাশের এলাকা, সড়ক-মহাসড়ক-অলিগলি যিনি যেখানেই ছিলেন ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি শোনার পর দাঁড়িয়ে বা বসে সবাই মহান আল্লাহর দরবারে দুহাত তোলেন। মাইকে আখেরি সবাই সমস্বরে উচ্চারণ করছেন ‘আমিন, আমিন’।
রোববার (২২ জানুয়ারি) এভাবেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হচ্ছে।
এ সময় লাখো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনি ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।