আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৩
টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
রবিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টা ১৫ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ১২ টা ৪৫ মিনিটে।
আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।
এর আগে সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীর থেকে শুরু করে আশপাশের এলাকা, সড়ক-মহাসড়ক-অলিগলি যে যেখানেই পারছিলেন আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য অবস্থান নিচ্ছেলেন।
ঠিক ১২ টা ১৫ মিনিট যিনি যেখানেই ছিলেন ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি শোনার পর দাঁড়িয়ে বা বসে সবাই মহান আল্লাহর দরবারে দুহাত তোলেন। মাইকে আখেরি সবাই সমস্বরে উচ্চারণ করছেন ‘আমিন, আমিন’।
এদিকে বিশ্ব মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় লাখো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনি ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।