ইজতেমা থেকে ফিরতে ভোগান্তির শিকার মুসল্লিরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫১ এএম, ২৩শে জানুয়ারী ২০২৩

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে দুপুর ১ টার কিছু আগে। মোনাজাত শেষ হওয়ার পর সবাই নিজ গন্তব্যস্থলে রওনা হয়েছেন। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছোতেও বেগ পেতে হচ্ছে এসব মুসল্লিদের।
সরেজমিনে দেখা গেছে, মুসল্লিদের বাড়ি ফেরাকে কেন্দ্র করে ঢাকার কুড়িল থেকে বিমানবন্দর সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ পর বাসের দেখা মিললেও যাত্রীতে ভর্তি থাকে পরিবহনগুলো।
কুড়িল থেকে আজিমপুর যেতে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন ইমরান। তিনি বলেন, আজ কোনো বাস পাচ্ছি না। যেগুলো আসে তাও আগেই ভর্তি হয়ে আসে, থামে না।
কুড়িলে একটি পিকআপ ভ্যানে অনেকজন মানুষ উঠতে দেখা যায়। তাদের মধ্য থেকে কয়েকজন জানায়, সবার গন্তব্য মিরপুর বা তার আশপাশে হওয়ায় এ ভ্যান পেয়ে ভাড়া ঠিক করে উঠে যায় তারা। তারা জানান, রাস্তায় দাঁড়িয়ে থেকে সময় অপচয় করার চেয়ে যেকোনো উপায়ে গন্তব্য পৌঁছাতে চান তারা।