Logo

রাতেও বিমানবন্দর সড়কে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২৩, ১৭:৪৫
20Shares
রাতেও বিমানবন্দর সড়কে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত

মোনাজাত শেষে বেশিরভাগ মানুষ একসঙ্গে বাড়ির পথে রওনা হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে

বিজ্ঞাপন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত শেষে মুসল্লিরা ঘরমুখো হয়েছেন। কিন্তু বেশ বেকায়দায় পড়তে হয়েছে তাদের। এদিকে মোনাজাত শেষে বেশিরভাগ মানুষ একসঙ্গে বাড়ির পথে রওনা হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে বিকেল থেকে সড়কে যেমন ছিলো গণপরিবহণ স্বল্পতা তেমনি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত পরিবহনের সংখ্যা বেড়ে যায় সড়কে। ফলে মারাত্মক জট লেগেছে বিমানবন্দর এলাকা।

বিজ্ঞাপন

রবিবার (২২ জানুয়ারি ) সন্ধ্যা থেকে বিমানবন্দর এলাকা সড়কে তীব্র যানজট দেখা গেছে। অন্তত ৭/৮ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনগুলো স্থবির হয়ে আছে। 

বিজ্ঞাপন

আজমেরি গ্লোরি বাসের চালক হেলপাররা জানান, যানজটের জন্য টঙ্গী থেকে বনানী এমইএস পর্যন্ত আসতে তাদের সময় লাগছে দুই-আড়াই ঘণ্টার বেশি।

যাত্রীরা জানান, একেকজনের কাছ থেকে একেক রকম ভাড়া নেওয়া হচ্ছে। যে বাসগুলো রিজার্ভ সেগুলো ছাড়া অন্যান্যগুলোয় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আশপাশের এলাকা হলে ৫০/৬০ টাকা, আবার দূরের গন্তব্য হলে ১০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বনানীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বলেন, এটা নিয়মিত যানজটের অংশ। আমরা কাজ করছি। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD