রাশিয়ার কাছে থেকে এমনটা আশা করিনি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩০ পূর্বাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জেনেশুনে রাশিয়া নিষিদ্ধ জাহাজে পণ্য পাঠাবে—এমন আশা করিনি।
রবিবার (২২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তাজ্জব লেগেছে যে, নিষেধাজ্ঞা আছে—এমন জাহাজের নাম পরিবর্তন করে রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠাবে। আমরা আশা করি, রাশিয়া এখন নিষেধাজ্ঞা নেই এমন একটি জাহাজে পণ্যগুলো পাঠাবে।’
মোমেন বলেন, ‘রাশিয়ার ৬৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এর বাইরে তাদের কয়েক হাজার জাহাজ আছে। আমরা রাশিয়াকে বলেছি, নিষেধাজ্ঞা আছে এমন জাহাজ আমরা গ্রহণ করতে চাই না।’