বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসচালক ও হেলপার গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৩
রাজধানীতে নর্দান ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নিহতের ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) বাড্ডার আনন্দনগর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে ভাটারা থানায় বাসের অজ্ঞাত পরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।
গ্রেফতাররা হলেন- ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়ের।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ জানান, শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেওয়া ভিক্টর পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।