সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
৪ দফা দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩
বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া মৃত্যুর ঘটনায় ৪ দফা দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করে বলে জানা গেছে।
এদিকে, শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মূলত নাদিয়ার ক্ষতিপূরণ, ৪ দফা দাবি ও বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
অন্যদিকে নাদিয়ার মৃত্যুর পর গতকালও সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, আমাদের বোন মারা গেছে, একজন শিক্ষার্থী মারা গেছে কিন্তু এ বিষয়ে কারও কোনো দায়িত্ব নেই? আমাদের ৪ দফা দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়ব না।