‘ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৬ পূর্বাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৩


‘ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল’
‘ইভিএম কেনার সিদ্ধান্ত বাতিল’

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার সিদ্ধান্ত বাতিল করেছে সরকার।


তিনি জানান, বৈশ্বিক মন্দার কারণ দেখিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত সরকার বাতিল করেছে। 


সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে সভা শেষ সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, নির্বাচন কমিশন গত বছরের অক্টোবরে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল।


তিনি আরও বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তাবনা পাঠিয়েছিল ইসি। কিন্তু সরকার বৈশ্বিক মন্দার কারণ দেখিয়ে ইভিএম কেনার সিদ্ধান্ত সরকার বাতিল করেছে।